গান-বাজনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা। ক’দিন আগে তিনি জানিয়েছেন, তার বিয়ের খবর। এবার জানালেন নতুন গানের কথা। তিনটি নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন তিনি। পাশাপাশি কণ্ঠ দিয়েছেন উপমহাদেশের কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের কালজয়ী গান ‘হায় রে পোড়া বাঁশি’।
কনা বলেন, ‘নতুন তিনটি গানের কাজ করছি। এর মধ্যে নাজির মাহমুদের ‘ব্যস্ত সময়’, মিলন মাহমুদের কথা ও সুরে একটি ফোকগান করেছি। এর শিরোনাম ‘ভুল মানুষ’। আর একটি গানের কথা এই মুহূর্তে মনে নেই। দুটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হচ্ছে। খুব শিগগিরই গানগুলোর ভিডিও প্রকাশ করা হবে আমার ইউটিউব চ্যানেলে।’
কনা আরও জানান, ‘হায় রে পোড়া বাঁশি’ গানটি নতুন করে সংগীত করেছেন হানিফ আহমেদ। এই গানটিও মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হবে তার ইউটিউব চ্যানেলে।
এদিকে, নতুন গানের পাশাপাশি স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন কনা। চলতি মাসে চারটি স্টেজ শোতে অংশ নেবেন তিনি। আগামী শুক্রবার গাইবেন রাজধানীর গুলশানে। পাশাপাশি চলতি মাসে বেশ ক’টি নতুন ছবির গানে কণ্ঠ দেবেন এই শিল্পী।