মুক্তিযোদ্ধা সংসদ ও অন্যান্য সংগঠন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৯ ডিসেম্বর নকলা মুক্ত দিবস পালন করে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলার মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ ও তার অংগসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের এক র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবুল মনসুর, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, নেত্রীস্থানীয় মুুক্তিযোদ্ধাগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এসব কর্মসূচিতে আলোচনায় অংশ নেন।
উল্লেখ্য যে, ১৯৭১ সালের ৯ ডিসেম্বর ১১নং সেক্টরের আওতায় মুক্তিযোদ্ধারা নকলা উপজেলার পলাশকান্দি গ্রামে পাক হানাদার বাহিনীকে আত্মসমর্পন করতে বাধ্য করে নকলায় বিজয়ের পতাকা উত্তোলন করেন।