শেরপুরের নকলা পৌর শহরের চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের উপস্থিতি এত দিন হাজিরা খাতায় লেখা হতো। এখন থেকে ডিজিটাল পদ্ধতিতে বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপে উপস্থিতি গ্রহণ করা হবে। এতে শিক্ষার্থীদের কলেজে প্রবেশের তথ্য তাৎক্ষণিক চলে যাবে অভিভাবকের মুঠোফোনে। এর ফলে অভিভাবকদের দুশ্চিন্তাও কমে যাবে। পাশাপাশি শিক্ষার্থীদের দৈনিক ও সারা বছরের গড় উপস্থিতিও জানা যাবে। অভিভাবকেরা সন্তানের প্রতি সতর্ক দৃষ্টি দিতে পারবেন।
সোমবার কলেজ মিলনায়তনে বায়োমেট্রিক হাজিরা উদ্বোধন করেন, নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রশিদ, কলেজ অধ্যক্ষ মোঃ আব্দুল খালেক, মমিনাকান্দা আল-আমিন দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ হযরত আলীসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকগণ উপস্থিত ছিলেন।