শেরপুরের নকলা পৌরসভার ২০১৮-১৯ অর্থ বছরের প্রায় ৪৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার দুপুরে পৌরসভার হল রুমে এ বাজেট ঘোষণা করেন, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন। বাজেট সভায় স্বাগত বক্তব্য রাখেন, পৌরসভার সচিব মনিরুল হাসান।
নকলা পৌরসভার ২০১৮-১৯ অর্থবছরের জন্যে রাজস্ব খাতে ৪ কোটি ১৫ লাখ ৬১ হাজার ৫৬৪ টাকা, উন্নয়ন খাতে ৩৭ কোটি ২৪ লাখ ৭২ হাজার ৫৯৫ টাকা ও মূলধন বাজেট ৯৭ লাখ ৩৯ হাজার ৬৩২ টাকা। সর্বমোট ৪২ কোটি ৩৭ লাখ ৭৩ হাজার ৭৯১ টাকার উন্মোক্ত বাজেট ঘোষনা করা হয়।
পৌরমেয়রের সভাপতিত্বে বাজেট সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, স্থানীয় সরকারি কর্মকর্তা, শিক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘোষিত বাজেটের উপর মতামত পেশ করেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মুনছুর, হাজী জালমামুদ কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান, আওয়ামী লীগ নেতা মজিবর রহমান, সুভাস চন্দ্র ধর, কাউন্সিলর আব্দুল আওয়াল সেলিম ও জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তা প্রমুখ।
বাজেট পেশ অনুষ্ঠানে সর্বোচ্চ কর আদায়ের স্বীকৃতি স্বরুপ পৌরসভার ৩নং ওয়ার্ডে কাউন্সিলর ফিরুজ মিয়াকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।