শেরপুরের নকলা পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরের ৫৭ কোটি ৩৩ লক্ষ ১৬ হাজার ৯০৪ টাকার প্রস্তাবিত খসড়া বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র হাফিজুর রহমান লিটনের সভাপতিত্বে এই বাজেট ঘোষণা করা হয়।
বাজেটে ৯ কোটি ৭৫ লক্ষ ৪০ হাজার ১৯৭ টাকা সম্বলিত রাজস্ব বাজেট ও ৪৬ কোটি ২ লক্ষ ৩৬ হাজার ৬৫৩ টাকা ব্যয় সম্বলিত উন্নয়ন বাজেট এবং ১ কোটি ৫৫ লক্ষ ৪০ হাজার ৫৪ টাকা মূলধনসহ ৫৭ কোটি ৩৩ লক্ষ ১৬ হাজার ৯০৪ প্রস্তাবিত খসড়া উপস্থাপন করা হয়।
মেয়র হাফিজুর রহমান লিটন বলেন, নকলা পৌরসভাকে আধুনিক ও বাসযোগ্য পরিচ্ছন্ন পৌরসভা গড়তে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি । সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন ও নকলা নালিতাবাড়ী আসনের সংসদ সদস্য সাবেক কৃষি মন্ত্রী ও কৃষি মন্ত্রানালয়ে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী এই নকলা নালিতাবাড়ী উপজেলায় মানুষের সার্বিক সহযোগিতা উন্নয়ন কাজ করে যাচ্ছেন। যার ফলশ্রুতি হিসেবে আমরা ৩য় শ্রেণীর পৌরসভা থেকে ২য় শ্রেণীর পৌরসভা উন্নতি লাভ এবং অচিরেই ১ম শ্রেণীর পৌরসভা নাগরিক সুযোগ সুবিধা পৌছে দেওয়া র জন্য আন্তরিক প্রচেষ্টায় কাজ করে যাচ্ছি। সারাদেশে পৌরসভার সেবার মান ও উন্নয়নের দিকে টপ টেন তালিকায় স্থান রয়েছে নকলা পৌরসভার।
পৌরসভার বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনসুর আহমেদ, জেলা পরিষদ সদস্য সামিউল হক মুক্তা, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা সম্পাদক মাহবুবুর রহমান বিদুৎ, নকলা সরকারী হাজী জাল মামুদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব হোসেন, নকলা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক প্রমুখ।
এসময় নকলা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর সহ-পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।