আনন্দঘন পরিবেশে শেরপুরের নকলা সরকারি হাজী জালমামুদ কলেজে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ মাঠে এ ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আলতাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) তাহমিনা তারিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ প্রমুখ। পরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিকেলে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।