শেরপুরের নকলা পৌরশহরের উত্তর বাজার নালিতাবাড়ী মোড়ে চক্ষু রোগীদের সেবাদান কারী প্রতিষ্ঠান নকলা কনসালটেশন পয়েন্ট ২ এপ্রিল রোববার সকাল ১১ টার সময় উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা: এম রাশেদুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকার, বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
এছাড়া অন্যান্যদের মাঝে, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মুনসুর, সাবেক ইউপি চেয়ারম্যান মজিবর রহমান হিরা, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, কোষাধক্ষ আলহাজ্ব সৈয়দ আলম মুঞ্জুসহ কনসালটেশন পয়েন্টের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে নকলা কনসালটেশন এর পক্ষথেকে অতিথিদের সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
উদ্বোধন উপলক্ষে, প্রায় ৩ শতাধিক চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন, ডা: এম রাশেদুল কবির।