শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলার ২১ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল আটটায় শুরু হওয়া এ ভোটগ্রহণ শেষ হয় বিকেল চারটায়।
এবারের নির্বাচনে ২১ ইউনিয়নের মধ্যে দুইটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বাকি ১৯ টি ইউনিয়নে ওই পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে নকলা উপজেলায় ৩৫ জন চেয়ারম্যান প্রার্থী, ২৮৬ জন সাধারণ সদস্য প্রার্থী ও ৮৯ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী অংশ নেয়।মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৮ হাজার ৯৫০ জন ।
অন্যদিকে নালিতাবাড়ী উপজেলায় ৪১ জন চেয়ারম্যান প্রার্থী, ৩৭০ জন সাধারণ সদস্য প্রার্থী ও ১৪৫ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী অংশ নেয়। মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৯৫ হাজার ৫২০ জন ।
জেলা নির্বাচন কর্মকর্তা শানিয়াজ্জামান তালুকদার বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আশা করছি ভোট গণনা শেষে অল্প সময়েই নির্বাচনী ফলাফল ঘোষণা করতে পারবো।