আসন্ন নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে কেন্দ্রীয় সংসদীয় বোর্ডের নিকট প্রেরণের জন্য উপজেলা আওয়ামী লীগ ৩জন প্রার্থীর নাম চূড়ান্ত করেছে। শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভায় প্রার্থী মনোনয়নের দেন দরবার শেষে ডেলিকেটদের সরাসরি ভোটে ৬জন প্রার্থীর মধ্যে ৩জনকে মনোনিত করে তালিকা প্রেরণের সিদ্ধান্ত হয়।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের ৬৭ জন ভোটারের মধ্যে ৬৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন এবং প্রতিভোটার ৩ প্রার্থীকে ভোট প্রদান করেন। ৬জন প্রাথীর মধ্যে সর্বোচ্চ ভোট প্রাপ্ত ৩জন মনোনীত করেন নির্বাচক মন্ডলীরা। এতে পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মাহবুবুল আলম সোহাগ পেয়েছেন ৩৬ ভোট, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ বুরহান উদ্দিন পেয়েছেন, ৩৪ ভোট এবং উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান পেয়েছেন ৩৩ ভোট, মনির হোসেন পেয়েছেন ৩২ ভোট, বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ২৪ ভোট এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম রেনু পেয়েছেন ১৪ ভোট।