পঞ্চম ধাপে উপজেলা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন (২১ মে) মঙ্গলবার শেরপুরের নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ২টি, ভাইস চেয়ারম্যান পদে ২টি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩টি মনোনয়ন পত্র জমা হয়েছে। নকলা উপজেলা নির্বাচন অফিস ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে মোট ৭টি মনোনয়ন পত্র জমা করেন প্রার্থী ও তাঁর সমর্থকবৃন্দ।
মনোনয়নপত্র দাখিলকারীরা হচ্ছেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও দলের বিদ্রোহী প্রার্থী শাহ মোঃ বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা উম্মে কুলসুম, ফরিদা ইয়াসমিন ও লাকী আক্তার।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী ২১ মে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ, ২৩ মে মনোনয়ন যাচাই বাছাই, ৩০ মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ভোট গ্রহন হবে ১৮ জুন মঙ্গলবার। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।