শেরপুরের নকলা উপজেলা পরিষদের নির্বাচন আগামী ১৮ জুন । নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে আজ দুপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম সোহেল ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরিদা ইয়াসমীনকে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়,শেরপুরের নকলা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম সোহেল আচরণ বিধি লংঘন করে শো ডাউন, একাধিক মাইক ব্যবহার ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরিদা ইয়াসমীন নির্বাচন আচরন বিধি লঙ্গন করে শহরে মিছিল বের করেন । আর এ অপরাধের দায়ে উভয়কেই পাচঁ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারি রিটার্নিং কর্মকর্তা ও নকলা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ছাইফুল ইসলাম জরিমানার তথ্যটি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান শেরপুর টাইমসকে বলেন, নির্বাচন সুষ্ঠ করতে প্রশাসন যেকোন উপায়ে তৎপর আছে । এখানে নির্বাচনী আচরণ লঙ্গন হওয়া কোন ভাবেই গ্রহন করা হবেনা। আমরা প্রার্থীদের সর্তক করে দিয়েছি। তারা যেন নির্বাচনী আচরণমালা মেনে চলেন সেই জন্য অনুরোধ করেছি।