আজ শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ২০১৫ সালে সম্মেলনের মাধ্যমে এ উপজেলার সর্বশেষ কমিটি হয়। সেই কমিটির সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ করেন উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মোছা. আম্বিয়া খাতুন।
আজকের সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীরমুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। এতে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী, শেরপুর ২ আসনের এমপি বেগম মতিয়া চৌধুরীর উপস্থিত রয়েছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং। এছাড়াও সম্মেলনে আরও উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. চন্দন কুমার পাল।