পঞ্চম উপজেলা নির্বাচনের পঞ্চম ধাপে অনুষ্ঠিত ১৬টি উপজেলা পরিষদ নির্বাচনের নকলা উপজেলা থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন নকলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ ।
রবিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। সভার সভাপতিত্ব করেন দলীয় মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান শেখ হাসিনা।
দলটির উপ-দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।