শাহাজাদা স্বপন : শেরপুরের নকলা উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকারের বিশেষ উদ্যেগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার স্টুডেন্টস কেবিনেট সদস্যদের সাথে বাল্য বিবাহ, মাদক ও জঙ্গীবাদ নিরোধ বিষয়ে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।
বুধবার সকালে নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম, নকলা থানার অফিসার ইনচার্জ খাঁন আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, প্রধান শিক্ষক আব্দুর রব, প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সুপার মাওলানা আতাউর রহমান, স্টুডেন্টস কেবিনেট সদস্য যথাক্রমে জেবা প্রিয়া দিশা, ফাহিম শাহরিয়া প্রভা, সাদিকুল ইসলাম, ফারিয়াতুজ্জহুরা প্রমুখ। এ সভা পরিচালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ আব্দুর রশিদ।