শেরপুরের নকলা উপজেলায় ২০১৮ সালের দাখিল পরীক্ষায় উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে কায়দা বালিকা দাখিল মাদরাসার শিক্ষার্থী নুসরাত জাহান নিমুকে মাদরাসা তহবিল ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ এ.কে.এম. খুরশেদ আলম বাবুল এর পক্ষ থেকে বৃত্তি ও ক্রেষ্ট প্রদান এবং ২০১৮ শিক্ষাবর্ষের মাদরাসার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নাফরিন সুলতানাকে ক্রেস্ট প্রদান করা হয়।
বুধবার (২৩ শে জানুয়ারি) দুপুরে মাদরাসা চত্ত্বরে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান উপলক্ষে দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠানে এ বৃত্তি প্রদান করা হয়।
এসময়, নকলা উপজেলা চেয়ারম্যান এডভোকেট মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ এ.কে.এম. খুরশিদ আলম বাবুল, মমিনাকান্দা মাদরাসার তত্ত্বাবধায়ক মাওলানা মুহাম্মদ হযরত আলী, দিশারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান ও কায়দা মাদরাসার সুপার মাওলানা ওলি উল্লাহ, ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।