শেরপুরের নকলা উপজেলার ২১৮ জন মুক্তিযোদ্ধাকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) নকলা পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ চিকিৎসা সেবার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করে।
সকালে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। নকলার ইউএনও মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সাবেক জেলা কমান্ডার নূরল ইসলাম হিরো। উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বুরহান উদ্দিন, নকলা উপজেলার সাবেক কমান্ডার আবুল মুনসুর, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মজিবুর রহমান, ময়মনসিংহ মেডিকেল কলেজের কার্ডিওলজিষ্ট বিভাগের কনসালটেন্ট ডা.ওয়ালিদ সরকার বিদ্যুৎ প্রমূখ।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য অসামান্য সব উদ্যোগ গ্রহণ করেছেন। আগে মুক্তিযোদ্ধাদের বসার মত কিছু ছিলনা। এখন সারাদেশে তিনি কমপ্লেক্স করে দিয়েছেন। ভাতা- উৎসব ভাতা দিচ্ছেন। মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনীদের চাকুরী দিচ্ছেন। সভা শেষে জেলা প্রশাসক ওষুধ কেনার জন্য ১০ হাজার টাকা এবং বিভিন্ন উপকরণ মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেন।
চিকিৎসা সেবা ক্যাম্পে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকরা মুক্তিযোদ্ধাদের পরীক্ষা- নিরীক্ষা করেন এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।