শেরপুরের নকলায় ৬ স’মিল ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার করাত কল (লাইসেন্স) বিধিমালা ২০১২ অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকারের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনার মধ্য দিয়ে এসব জরিমানা আদায় করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বেশ কিছু অসাধু ব্যবসায়ীরা লাইসেন্স বিহীন ও মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স ব্যবহার করে আসছিল এ কারণে মঙ্গলবার আকস্মিক ভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বন কর্মকর্তা আক্রাম হোসেন এবং এসআই শরীফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।