“বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মুল শক্তি” এ প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুরের নকলায় ২য় দিন ব্যাপী ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় পৃষ্ঠপোষকতায় বুধবার সকালে উপজেলা মুক্তমঞ্চ প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, নকলা থানার ওসি কাজী শাহ নেওয়াজ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ প্রমুখ।
এ মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮টি স্টল অংশগ্রহণ করে। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ স্টল গুলো পরিদর্শন করেন। এতে স্কুল কলেজের শিক্ষক, শিক্ষথীর ভীড় ছিল চোখে পড়ার মতো।