কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শেরপুরের নকলা উপজেলায় ২৬ ও ২৭ নভেম্বর দু’দিন ব্যাপী চাষী পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন সংরন ও বিতরণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় বোরো বীজ উৎপাদন প্রদর্শণী কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খামারবাড়ি শেরপুরের উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশিক্ষণ কর্মকর্তা এএফএম মোবারক আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতিকুর রহমানসহ বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সূত্রে জানা যায়, বোরো বীজ উৎপাদন প্রদর্শণীর প্রতি ব্যাচে ৩০ জন করে ৩টি ব্যাচে মোট ৯০জনকে প্রশিক্ষণ দেওয়া হয়।
শেরপুর টাইমস/ বা.স