শেরপুরের নকলা উপজেলার মিসবাহুল ফালাহ্ ইসলামিয়া কিন্ডার গার্টেনে হেফজুল কুরআন ও নাজেরা শিক্ষার্থীদের ছবক উদ্ভোধন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মাদরাসা মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মোঃ আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মমিনাকান্দা আল-আমিন দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ হযরত আলী। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কায়দা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক লুৎফর রহমান ফিরোজ, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মেহেদী হাসান মিছবাহ, মমিনাকান্দা মাদরাসার শিক্ষক হারুনুর রশিদ প্রমুখ।
এ ছবক উদ্ভোধনী অনুষ্ঠানে, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।