বুধবার সন্ধায় শেরপুরের নকলায় আরিফা নামের এক স্কুলছাত্রীর গাছের ডালে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আরিফা উপজেলার পাঠাকাটা গ্রামের ভ্যান চালক রফিকুল ইসলামের কন্যা এবং পাঠাকাটা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিার্থী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ইফতারের পরপরই আরিফা বাড়ির লোকেদের অগোচরে বাড়ির আঙ্গিনায় আতা গাছের মগডালে নিজের ওড়না গলায় পেচিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন খুজাখুজির এক পর্যায়ে তার মরদেহ আতা গাছে ঝুলতে দেখে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহ নেওয়াজ জানান, আত্মহত্যার কারণ জানা সম্ভব হয়নি। লাশ ময়না তদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।