শেরপুরের নকলা উপজেলার বাগরাকান্দা এলাকায় ৮ম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার ধর্ষিবার বাবা বাদী হয়ে নকলা থানায় মামলা দায়ের করলে পুলিশ গেল রাতে ধর্ষক সোহেল মিয়াকে গ্রেফতার করে। সোহেল ওই এলাকার জলিল মিয়ার ছেলে। ধর্ষিতা ওই শিক্ষার্থী স্থানীয় একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।
অভিযোগে জানা যায়, ১০ এপ্রিল বুধবার সকালে ওই শিক্ষার্থী বারমাইসা উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে রাস্তা থেকে সোহেল মিয়া তাকে অপহরণ করে ধর্ষণ করে। ধর্ষণের পর সোহেল মিয়া পলাতক থাকে। পরে ধর্ষণের স্বীকার ওই শিক্ষার্থী তার বাবাকে বিষয়টি বললে ১৬ এপ্রিল মঙ্গলবার আদালতে একটি অভিযোগ দায়ের করে। পরে আদালত নকলা থানাকে নির্দেশ দিলে ২৬ এপ্রিল শুক্রবার সোহেল মিয়াকে আসামী করে মামলা দায়ের করলে গেল রাতে অভিযান চালিয়ে সোহলে মিয়াকে গ্রেফতার করে। এদিকে ধর্ষণের স্বীকার ওই ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নকলা থানার এসআই ইউনুস আলী বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।