বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড সর্বসাধারণকে অবহিত করার লক্ষে “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও মেলার অংশ হিসেবে শেরপুরের নকলায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
উৎসব উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌর শহরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
র্যালী শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তমঞ্চে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।