শেরপুর জেলার নকলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে ইউএনও জাহিদুর রহমানের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় পৌর এলাকাসহ উপজেলার ছোটখাট বিভিন্ন সমস্যা চিহিৃত করণ ও সমাধানের উপায় সম্পর্কে আলোচনা করা হয়। তাছাড়া ইউএনও জাহিদুর রহমান উপস্থিত সাংবাদিকদের সাথে একান্ত আলাপকালে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯ যথাযোগ্য মর্যাদায় পালনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি ও কর্মসূচী সম্পর্কে অবহিত করেন।
এ সময় দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মুহাম্মদ হযরত আলী, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মো. মোশারফ হোসাইন, চ্যানেল এস প্রতিনিধি শাহজাদা স্বপন, দৈনিক আমার বার্তা প্রতিনিধি হারুন আর রশিদ, মুভি বাংলা প্রতিনিধি শফিউল আলম লাভলু, দৈনিক স্বজন প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন আহমেদ, সাপ্তাহিক অপরাধ তথ্যচিত্র প্রতিনিধি মাহবুবর রহমান, শেরপুর টাইমস ও ইনিউজ ৭১ ডটকম প্রতিনিধি জিয়াউল হক জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।