শেরপুরের নকলা পৌরশহরে গত দুইদিনে নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ রোডের সরকারি দপ্তর (আনসার ভিডিপি) অফিস ও উপজেলা পরিষদ মসজিদসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গ্রীল কেটে ও তালা ভেঙ্গে চুরি হওয়ার ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার সকল ব্যবসায়ীসহ সবার মনে চুর আতঙ্ক বিরাজ করছে।
একের পর এক চুরির ঘটনায় পৌরবাসী যখন অতিষ্ঠ ঠিক এই মুহুর্তে ২৯ মার্চ দিবাগত রাতে উপজেলা পরিষদ মসজিদের ইমামের থাকার কক্ষের তালার ভেঙ্গে নগদ টাকা ও জামাকাপড়, শহীদ মিয়ার মনোহারি দোকানের তালা ভেঙ্গে বিভিন্ন কোম্পানীর সবান, কয়েক প্রকার তেল ও খাদ্য সামগ্রীসহ বেশ কিছু মালামাল চুরি হয়। তারপরের রাতে (গত রাতে) একই এলাকার ভূইয়্যা সিঙ্গার শো-রুমের গ্রীল কেটে এলইডি টিভি, আয়রন মেশিনসহ বিভিন্ন মালামাল ও নগদ অর্থ নিয়ে যায় চুরচক্র। তাছাড়া ওই রাতে সরকারি অফিস (আনসার ভিডিপি) অফিস ভবনের পিছনের জানালার গ্রীল কেটে ভিতরে ডুকে বৈদ্যুতিক মটর নিয়ে গেছে, তবে আরো কোন মালামাল বা কাগজপত্র নিয়ে গেছে কিনা, তা অফিস খোলা হলে জানা সম্ভব হবে বলে জানান, ওই অফিসের কর্মকর্তা।
মনোহারী দোকানী শহিদুল ইসলামসহ অনেক দোকানদার জানান, এতদিন বাসা-বাড়ি বা দোকানপাঠে চুরি হতো, এখন মসজিদ ও সরকারি অফিসের গ্রীল কেটে বা তালা ভেঙ্গে চুরি হওয়ার ঘটনা ঘটছে। এতে করে ক্ষতিগ্রস্থসহ পৌরবাসীসহ সকলের মনে চুর আতঙ্ক বিরাজ করছে। ওই রোডের আল আমিন ফটোকপি ও স্টেশনারীর মালিক জিয়াউল হক জুয়েল বলেন, এমন ব্যস্ততম রাস্তার পাশের দোকান ও সরকারি অফিসে চুরি করা কোন সাধারন চুরের কাজ নহে; এই ঘটনার সাথে নিশ্চয় কোন পেশাদার চুরচক্র জড়িত আছে।
নকলা থানার ওসি কাজী শাহ নেওয়াজ জানান, চুরির ঘটনার বিষয়ে যে কোন তথ্য পেলে ও কোন অভিযোগ বা সাধারণ ডায়রী হলে চুর চক্রকে আটকসহ মালামাল উদ্ধারে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয় এবং হচ্ছে। নকলা থানার পুলিশ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান চালিয়ে আসছে।