শেরপুরের নকলায় সমাজসেবা অধিদপ্তরাধীন সমাজ কল্যান মন্ত্রণালয়ের আওতায় উপজেলার বিভিন্ন ভাতা প্রাপ্তদের মাঝে ৫৫২টি ভাতা কার্ড ও এক বছরের ভাতা হিসেবে ৩৫ লাখ ৮৩ হাজার ২০০ টাকা বিতরণ করা হয়েছে। ১০ অক্টোবর মঙ্গলবার বিকালে নকলা উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে নকলা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ওইসব বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার। এসময় নকলা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ তানজিল আহমেদ চৌধুরী, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বানেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, ইত্তেফাকুল উলামা নকলা উপজেলা শাখার নেতাকর্মী, পৌর সভার সচিব মনিরুল হাসান, বিভিন্ন ভাতা ভোগী ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, জুলাই ২০১৬ হতে জুন ২০১৭ সাল পর্যন্ত এক বছরের প্রাপ্য ২২৬ জন প্রতিবন্ধীদের মাঝে প্রতিজনকে ৭ হাজার ২০০ টাকা করে মোট ১৬ লাখ ২৭ হাজার ২০০ টাকা; ৭৪ জন বিধবাকে প্রতিজনে ৬ হাজার টাকা করে মোট ৪ লাখ ৪৪ হাজার টাকা এবং ২৫২ জন বয়স্ক ভাতা ভোগীর মাঝে প্রতিজনে ৬ হাজার টাকা করে মোট ১৫ লাখ ১২ হাজার টাকাসহ সর্বমোট ৫৫২ জন ভাতা ভোগীর মাঝে ৩৫ লাখ ৮৩ হাজার ২০০ টাকার বিতরণ করা হয়।
শেরপুর টাইমস/ বা.স