“উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি” এ স্লোগানকে ধারণ করে শেরপুরের নকলা উপজেলায় ৪ নভেম্বর শনিবার ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত হয়।
উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগের আয়োজনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি কর্মসূচি শুরু হয়। পরে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদণি করে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ইমদাদুল হক, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা সাদেকুল ইসলাম প্রমুখ।
শেরপুর টাইমস/ বা.স