শেরপুরের নকলায় মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রন) আইন ২০১৩ ও ইহার বিধিমালা ২০১৭ সম্পর্কে জানতে ও জানাতে সকল পেশাজীবিদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ৭ জুন বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে, বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের অর্থায়নে এবং স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় এ কর্মশালায় অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ। এ সময় অন্যান্যদের মধ্যে, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, সহকারী কমিশনার (ভুমি) তাহমিনা তারিন, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের সহকারী প্রোগ্রাম অফিসার নেয়ামত আলী নেয়াজ, সাংবাদিক মোশারফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় মহিলা ভাইস চেয়ারম্যান দেওয়ান কহিনুর, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীর, উপজেলা সিনিয়র সৎস্য কর্মকর্তা সুলতানা লায়লা তাসনিম, মেডিক্যাল অফিসার ডা. উম্মে মাহবুবা মরিয়ম, বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার মোস্তাফিজুর রহমান ও বাহারুল ইসলামসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।