শেরপুরের নকলা উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি পালন করে নকলা উপজেলা প্রশাসন।
আজ ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় নকলা উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর নকলা উপজেলা পরিষদের হলরুমে নকলা উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার সারোয়ার আলম তালুকদার ।
নকলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদের সঞ্চালনায় আজকের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে গনভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা র সাথে ভার্চুয়াল আলোচনা সভায় সাথে সরাসরি সংযুক্ত হয়ে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে তার শৈশবের স্মৃতি বিজড়িত সেই দিন গুলো নিয়ে নানান স্মৃতিচারণ তুলে ধরেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়।
ভার্চুয়াল আলোচনা সভা শেষে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে তার বিদেহীর আত্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে নকলা উপজেলায় বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা কুইজ প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতা অংশ গ্রহণকারীদের মাঝে ২৩ জন প্রতিযোগিতায় পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
আজকের এই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নকলা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিসেট্রট কাওসার আহমেদ,নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান, নকলা উপজেলা কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ,নকলা উপজেলা নির্বাহী প্রকৌশলী আরেফিন পারভেজ, নকলা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ, নকলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলা খাতুন,নকলা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তা মকবুল হোসেন, নকলা পৌরসভার সচিব মনিরুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন।