শেরপুরের নকলায় ফেব্রুয়ারি মাসে শতভাগ উপস্থিত ৬৪ শিক্ষার্থীর মাঝে বরাবরের ন্যায় পুরষ্কার হিসেবে বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত দশটি ক্লাসের যেসকল শিক্ষার্থীরা ফেব্রæয়ারি মাসের সব কার্যদিবসে উপস্থিত ছিলো তাদের মাঝে পুরষ্কার হিসেবে বই, খাতা, কলম বিতরণ করা হয়।
রোববার (১ মার্চ) মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম এ পুরষ্কার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। পরে প্রথম শ্রেণির শ্রেণি শিক্ষক জামাল উদ্দিন, দ্বিতীয় শ্রেণির শ্রেণি শিক্ষক ক্বারী কাজিম উদ্দিন, তৃতীয় শ্রেণির শ্রেণি শিক্ষক ফুলেছা বেগম, চতুর্থ শ্রেণির শ্রেণি শিক্ষক নুসরাত জাহান নিপা, পঞ্চম শ্রেণির শ্রেণি শিক্ষক মোস্তাফিজুর রহমান খান, ষষ্ঠ শ্রেণির শ্রেণি শিক্ষক রেজাউল করিম, সপ্তম শ্রেণির শ্রেণি শিক্ষক মো. মোশারফ হোসাইন, অষ্টম শ্রেণির শ্রেণি শিক্ষক শওকত আলী, নবম শ্রেণির শ্রেণি শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার ও দশম শ্রেণির শ্রেণি শিক্ষক ফজলুল করিম নিজ নিজ শ্রেণির শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলেদেন।
এসময় সহসুপার আখতারুজ্জামান, কব্দুল হোসেন, আবুল মিয়া, আমিন মিয়াসহ অন্যান্য সকল শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।