জোরের যুক্তি নয়, যুক্তির জোর চাই’ স্লোগানে শেরপুরের নকলায় শিক্ষার্থীদের মাঝে দুই দিন ব্যাপী মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। ২৫ জুলাই বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, নকলা ডিবেটিং সোসাইটির সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকার।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ, নকলা ডিবেটিং সোসাইটির সভাপতি আলমগীর আজাদ ও সাধারণ সম্পাদক মজিবর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মুনসুর, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তা প্রমুখ।
এ প্রতিযোগিতায় উপজেলার ১২টি মাধ্যমিক ও ৪টি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিকরা অংশগ্রহণ করে। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সুধিমহল উপস্থিত ছিলেন।