মিড ডে মিল কর্মসূচির আওতায় মঙ্গলবার দুপুরে শেরপুরের নকলা উপজেলার পাঁচকাহুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্র্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ উপলক্ষে মা সমাবেশের আয়োজন করা হয়।
পাচকাহুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ ইমান আলীর সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকার। উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ তৌফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ফয়েজ মিল্লাত, সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মুঞ্জুরুল হক জুয়েল ও প্রধান শিক্ষক আব্দুল আওয়াল প্রমুখ।
সমাবেশে পাঠাকাটা ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপজেলা পরিষদের পক্ষ থেকে বিনামূল্যে টিফিন বক্স বিতরণ করা হয়।