চলতি আমন মৌসুমে শেরপুরের নকলায় কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের লক্ষে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়। উপজেলার চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদ চত্তরে শনিবার সকালে এ লটারী কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকাদার, কৃষি অফিসার পরেশ চন্দ্র দাস, খাদ্য নিয়ন্ত্রক লুৎফর রহমান, ইউপি চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন। এতে চন্দ্রকোনা ইউয়িনের ১শ৭৭জন কৃষককে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, এ মৌসুমে নকলা উপজেলার পৌর সভা ও ৯টি ইউনিয়নের কৃষকদের কাছ থেকে সরাসরি ১ হাজার ২৭৬ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করবে সরকার।