নকলা উপজেলায় বিপুল পরিমানে কাঁঠাল উৎপাদন হয়। এখানকার কাঁঠাল পাশ্ববর্তী জামালপুর, ময়মনসিংহ, গাজীপুর জেলাতেও বাজারজাত করা হয়ে থাকে। উপজেলার বানেশ্বধী, নারায়ণখোলা, চরমধুয়া, বাছুর আলগা ও কাজাইকাটাগ্রামসহ বিভিন্ন গ্রামের কাঠালগাছ গুলোতে বিপুল পরিমাণে কাঁঠাল ধরে থাকে। এখানকার কাঁঠাল খেতেও খুব সুস্বাদু ফলে ব্যবসায়ী ভিত্তিতে কাঁঠালের বাগান করেছেন।
চলতি মৌসুমে নকলা উপজেলায় কাঁঠালের ভালো ফলন হয়েছে। নকলা পৌরসভার গড়েরগাঁও গ্রামে জনৈক জাহাঙ্গীর আলমের বাড়িতে একটি কাঁঠাল গাছে সহ¯্রাধিক কাঁঠাল ধরেছে। কাঁঠাল গাছটি ফলনের দিকে দেখতে অনেকটা লিচু বা লটকন গাছের ন্যায়। ফলে এ গাছের কাঁঠালের ঝোকা দেখার জন্যে প্রতিদিনই শতশত দর্শক ভীড় করছেন। এরকম আরো অনেক জায়গায় গাছে গাছে বিপুল পরিমাণ কাঠাল ধরেছে বলে জানা গেছে।