শেরপুরের নকলায় অভিযান চালিয়ে ১ লাখ ২৫ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার (২৫ অক্টোবর) নকলা পৌরশহরের উত্তর বাজারে দুইটি কারেন্ট জালের গোডাউনে অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাউছার আহাম্মেদ।
তিনি জানান, পৌর শহরের উত্তর বাজার এলাকায় দুইটি গোডাউনে অবৈধ কারেন্ট জাল রয়েছে বলে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়; যার আনুমানিক মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা। এর সাথে আরো তিনটি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। এ সময় বিক্রির উদ্যেশে এনে অবৈধ জাল গোডাউনে রাখার দায়ে জাল ব্যবসায়ী মো. আরিফ মিয়াকে ১০হাজার ও রফিকুল ইসলাম সুজনকে ৮হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. অনিক রহমান বলেন, ‘মৎস্য রক্ষা ও মৎস্য সম্পদ বৃদ্ধির জন্য এ অভিযান পরিচালনা করা হয়েছে। উন্মুক্ত জলাশয় ও সংলগ্ন বিলগুলোতে দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে অবৈধ জাল বিক্রি বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এসময় উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও মৎস্য দপ্তরেরে কর্মচারীবৃন্ধ উপস্থিত ছিলেন।