শেরপুরে নকলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন যানবাহনের চালকদের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আর্থিক জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার পৌরশহরের হাসপাতাল মোড়ে নিবার্হী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সুলতানা রাজিয়া’র নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমান আদালতে মোটর সাইকেল, সিএনজি, অটোরিক্সা ও মিনিট্রাকসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই বাছাই, হেলমেট, ড্রাইভিং লাইসেন্স বৈধ্যতা ও নবায়নকৃত কাগজপত্র না থাকার অপরাধে যানবাহন আইনে ৩ টি মামলা ও নগদ ১ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় স্থানীয় সাংবাদিকসহ সুধিজনেরা উপস্থিত ছিলেন।