শেরপুরের নকলা উপজেলায় সিয়াম নামের যাত্রীবাহী বাসের ধাক্কায় সেকান্দর আলী (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। সে নকলা পৌরসভার দক্ষিণ লাভা গ্রামের মৃত আব্দুল কদ্দুসের ছেলে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার সময় দক্ষিণ লাভা এলাকার লাভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-নাকুগাঁও বাইপাস সড়কে এই দূর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, দুপুর ১২টার দিকে ঢাকা-নাকুগাঁও বাইপাস সড়কে ধান শুকানোর সময় নালিতাবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস পিছন থেকে তাকে ধাক্কা দিলে সেকান্দর আলী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে, চতুর বাস চালক বাসটিকে সরাসরি ঢাকার দিকে না নিয়ে হালুয়াঘাটের দিকে নিয়ে যায়। দূর্ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় জনতা ঘাতক বাসটিকে আটক করেন। তবে চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন নিহতের স্বজন রিপন মিয়া।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে।