বাংলাদেশ মারজিনাল ডেইরী এন্ড ফ্যটেনিং ফারমারস সোসাইটির উদ্যোগে রবিবার বিকেলে শেরপুরের নকলা উপজেলার কায়দা গ্রামে এক খামারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
পারভেজ ডেইরী এন্ড ফিশারিজ এর সত্তাধিকারী পারভেজ মোশাররফের সঞ্চালনায়, সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন। এসময় শেরপুর জেলা সোসাটির সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পাপ্পু, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান পলাশ, কোষাধ্য আবু আশ্রাফ সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশে ভিডিও কনফারেন্সে যুক্ত হন জেলা বিএমডিএফএস এর সহ সভাপতি, জে এন্ড এস ফুড এন্ড বেভারেজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সাদুজ্জামান সাদী।
সমাবেশে দুধের নায্য দাম, গো খাদ্যের মুল্য ও খামার ব্যবস্থাপনা নিয়ে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন বিএমডিএফএস এর কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও এগ্রো বায়ু প্রসেস সলিউশন এর সি ই ও নাহিনুর রহমান।
সভায় শাহ মোঃ বোরহান উদ্দিনকে সভাপতি ও পারভেজ মোশারফকে সাধারণ সম্পাদক করে নকলা উপজেলা বিএমডিএফএস এর ১৫ সদস্য এর কমিটি গঠন করা হয়।