২৪ আগষ্ট শুক্রবার সন্ধ্যায় শেরপুরের নকলা উপজেলার চেপাকুড়ি ব্রীজপাড় এলাকায় নালিতাবাড়ি থেকে আসা দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় সাফিয়া নামের এক বৃদ্ধা নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাফিয়া রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাফিয়াকে মৃত ঘোষনা করে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।