শেরপুরের নকলা উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে পরিষদ হলরুমে “মুজিববর্ষ ২০২০, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকাদর, কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মজিবর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলাম, প্রানী সম্পদ কর্মকর্তা ডা: আবুল খায়ের মো: আনিসুর রহমান, টিআই শাহাব উদ্দিন প্রমুখ। এ সময় বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তারা ও সুধিজনরা উপস্থিত ছিলেন।