শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাস পার্টি শেষে মুজিব বর্ষ-২০২০ পালন উপলক্ষে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিদ্যালয় মিলনায়তনে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
তানজিনা আক্তার খুকু, জান্নাতুন নাহার অন্তরা, মিমকাতুল মাসতুরা, নূর রায়হানা সাথী, সুষমা আক্তার, তানজিনা আক্তার, সুমাইয়া আক্তার চৈতি, সাদিয়া আক্তারর নেতৃত্বে নবম শ্রেণির সকল শিক্ষার্থী সবাই মিলে বরাবরের ন্যায় সেপ্টেম্বর মাসের (মাসিক) ক্লাস পার্টির আয়োজন করে।
এতে নবম শ্রেণির সকল শিক্ষার্থীরা লাল-সবুজ শাড়ি পরে অংশগ্রহণ করে। পার্টিতে শিক্ষার্থীরা গত মাসের অভিজ্ঞতার আলোকে আত্মসচেতনতামূলক ও নিজেদের সংশোধনের লক্ষে গঠনমূলক বক্তব্য উপস্থাপন করে। পরে শিক্ষক-শিক্ষার্থী সবাই মিলে বিদ্যালয়ের এক কক্ষে বসে দুপুরের খাবার গ্রহণ করে। ক্লাস পার্টির সকল কার্যক্রম শেষে মিলনায়তনে প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে মুজিব বর্ষ-২০২০ খ্রি. পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় বিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।