যথাযোগ্য মর্যাদায় শেরপুরের নকলায় ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। বুধবার নকলা উপজেলা প্রশাসনের অয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে “ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশর স্বাধীনতা শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায়, উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, বিএডিসি (আলু হিমাগার) উপ-পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, নকলা থানার ওসি কাজী শাহনেওয়াজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, প্রাক্তন প্রধান শিক্ষক মজিবর রহমান, জেলা পরিষদের সদস্য ছামিউল হক মুক্তা, পিআইও জাহাঙ্গীর আলমসহ উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।