মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে শেরপুরের নকলায় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে নকলা পৌর এলাকার মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ এম রেজাউল করিম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, সহকারী শিক্ষক শাহাজাদা স্বপন, ছাইদুল ইসলাম, খোরশেদ করিম প্রমুখ। এ দিনে বিভিন্ন ইভেন্টে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসী খেলা উপভোগ করেন।