মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে শেরপুরের নকলা উপজেলা গৌড়দ্বার বিএল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে গৌড়দ্বার ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধাগনের সংবর্ধনা ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে গৌড়দ্বার বিএল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক মন্ডলের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান, শওকত হোসেন খান মুকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার রহমত আলী সরকার, সাবেক ইউপি চেয়ারম্যন মজিবর রহমান হীরা, ইউপি আওয়ামীলীগের সভাপতি লিয়াকত আলী খান দুলাল ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোশারফ হোসেন লিটন, সহকারী প্রধান শিক্ষক ইউসুফ আলী সোহাগ প্রমুখ।
শেষে শিক্ষার্থীরা দর্শকদের মনমাতানো এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।