শেরপুরের নকলায় বেসরকারি এক ব্যাংকের অর্থায়নে উপজোলার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে নকলা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে রূপালী ব্যাংক লিমিটেড জামালপুর আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে ২০০টি কম্বল বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল মনসুরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, শেরপুর জেলা পরিষদের সদস্য ছানোয়ার হোসেন, রূপালী ব্যাংক জামালপুর অঞ্চলের ডিজিএম মনির উদ্দিন ভূইয়া, এজিএম মনোয়ার হোসেন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার শাহজাহান, নকলা উপজেলার অষ্টধর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী প্রমুখ।
এসময় উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, স্থানীয় গন্যমান্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।