শেরপুরের নকলায় ৩ জানুয়ারী বুধবার সকালে কোর্ট বিল্ডিং চত্তর মুক্তমঞ্চে ৩শ ৫৭ জন মুক্তিযোদ্ধা এবং ৪শ ১৪ জন ক্বওমী মাদরাসার ছাত্র, অফিস সহায়ক ও পরিচ্ছন্ন কর্মীদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে প্রাপ্ত কম্বল বিতরণ করা হয়।
উপজেলা প্রাশসনের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে, উপজেল নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মুনসুর, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার সম্পাদক আব্দুর রশিদ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, আওয়ামী যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সুহেল, যুগ্ম আহবায়ক কামরুল আলম রঞ্জু, রেজাউল করিম রিপন, সদস্য হুমায়ুন কবির বর্ষাসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।