করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শেরপুরের নকলায় স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক না পরায় পথচারী এবং এক হোটেল মালিকসহ ১০ জনকে ৩ হাজার ৪শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় ও পাইস্কা বাইপাস মোড়ে এক হোটেল ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান এবং সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাউছার আহম্মেদ তাদের এই জরিমানা করেন।
নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান জানান, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মানুষকে স্বাস্থ্যবিধি মানতে ও মাস্ক ব্যবহারে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে আজকে স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক না পড়ায় পথচারী ও হোটেল মালিকসহ ১০ জনকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।