আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ‘নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা; বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ এই শ্লোগানকে সামনে রেখে শেরপুরের নকলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মানববন্ধন করা হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হকের নেতৃত্বে উপজেলা শহরের প্রাণকেন্দ্র ঝুমুর সিনেমা হল মোড়ে ৫ মার্চ রবিবার সকাল ১১ টা হতে এক ঘন্টা ব্যাপী ওই মানববন্ধব কর্মসূচী পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দেওয়ান কহিনুর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মকবুল হোসেন, নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান।
উক্ত মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন এনজিও, নারী সংগঠন, স্বেচ্ছা সেবী সংগঠন ও রিসোর্স সেন্টারসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।