২০১৭-১৮ আর্থিক সালে উপজেলা পর্যায়ে হ্যান্ডবল প্রশিক্ষণ সমাপনী হয়েছে। নকলা উপজেলা জেলা ক্রিড়া অফিসের আয়োজনে মঙ্গলবার নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন স্কুলের ছাত্রীরা অংশগ্রহণ করে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকার। এসময় অন্যান্যদের মাঝে, পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তা ও বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠকগণসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।