শেরপুরের নকলায় বিকেলে পৌর শহরের ১৩টি ব্যবসায় প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকা, পন্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ন তারিখ না থাকা এবং মেয়াদ উত্তীর্ন পন্য দোকানে বিক্রির অপরাধে ৩২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকার। এ সময় নকলা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: শরিফ হোসেন, স্থানীয় সাংবাদিক, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালকসহ সংশ্লিষ্ঠ দফতরের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
ইউএনও রাজীব কুমার সরকার জানায়, জরিমানাকৃত ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ পন্য, মুল্য তালিকা না থাকা এবং এসব পন্য অবাধে বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ ধারায় জরিমানা করা হয়। ক্রেতা সাধারণ এমন অভিযান অব্যাহত রাখার দাবী জানান সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের কাছে।